![তাঁতের প্রকারভেদ](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2023/02/tiago-rosado-cnN7eqvmFRk-unsplash-min.jpg?fit=1024%2C683&ssl=1)
তাঁতের প্রকারভেদ: বাংলাদেশে যত ধরণের তাঁত আছে
বয়ন শিল্প ও তাঁতযন্ত্রের ইতিহাস অতি প্রাচীন। শিল্পের প্রথম যুগ থেকে তাঁত যন্ত্র যুগে যুগে আধুনিকায়নের পথ ধরে আজকের পর্যায়ে এসে দাড়িয়েছে। তাঁতযন্ত্রে শক্তি হিসেবে বিদ্যুতের ব্যবহারের আগে যত তাঁত ছিল সবই মানুষের দৈহিক শ্রমে চালিত, সেগুলোকে হস্তচালিত বা হ্যান্ডলুম বলা হয়। তারও ছিল নানানরকম প্রকারভেদ, ভিন্ন ভিন্ন ধরণের কাপড়, কাপড় ছাড়াও অন্যান্য পণ্য যেমন কার্পেট, কম্বল, এমনকি নাড়িকেলের ছোবড়া দিয়ে পাপোশও তাঁতে বোনা হয়।
তাঁতের প্রকারভেদ:
তাঁত যন্ত্রের শক্তি হিসেবে বিদ্যুতের ব্যবহার শুরু হবার পর থেকে তাঁতযন্ত্রকে ভাগ করতে গেলে প্রথমে দুই ভাগে ভাগ করতে হয়, ১. হস্তচালিত তাঁত ও ২. বিদ্যুৎচালিত তাঁত। এর পর এই দুই ধরণের তাঁতের আরও বহুবিধ ধরণ আছে বা প্রকার আছে। বিদ্যুৎচালিত তাঁতের রাজত্বে এখনও সারা পৃথিবীতে বহু ধরণের হস্তাচালিত তাঁত ব্যবহৃত হচ্ছে, এই দেশেও।
আমরা বর্তমান সময় দেশে ও বিদেশে ব্যবহৃত বিভিন্ন প্রকার তাঁতের সাথে পরিচিত হব। অনেকে মনে করেন সকল লুঙ্গি শুধু বিদ্যুৎচালিত তাঁত বা পাওয়ারলুমে তৈরি। অর্থাৎ আনেকের ধারণা নেই যে হস্তচালিত তাঁত বলে কিছু আছে। আবার অল্প হলেও অনেকে আছেন যারা মনে করেন সকল লুঙ্গি হস্তচালিত তাঁতে তৈরি হয়। দুটি ধারণাই ভুল।
১. হস্তচালিত তাঁত: একে ইংরেজিতে বলে Handloom. এই তাঁত চালনায় কোনো কাজে বিদ্যুৎ ব্যবহৃত হয় না। পা ও হাতের সাহায্যে পরিচালিত হয়।
২. বিদ্যুৎচালিত তাঁতকে ইংরেজিতে বলে Powerloom. এই তাঁত বিদ্যুতের সাহায্যে সয়ংক্রিয়ভাবে চলে। তবে কিছু পাওয়ারলুমে মানুষের হাতের সহযোগীতাও লাগে, যা পুরোপুরি সয়ংক্রিয় নয়। একজন ব্যক্তি একই সাথে কয়েকটি পাওয়ারলুম পরিচালনা করতে পারেন। পাওয়ারলুম সয়ংক্রিয়, কিন্তু কাউকে পর্যবেক্ষণ করতে হয়। সিরাজগঞ্জের পাওয়ারলুমে একজন ব্যক্তিকে সাধারণত দুটো তাঁত পর্যবেক্ষণ করতে দেখা যায়। বিদ্যুৎ না থাকলে এই তাঁত কাজ করতে পারে না।
তাঁতের প্রকারভেদের গভীরে যাবার আগে আমরা সংক্ষেপে জেনে নিই তাঁত কিভাবে কাপড় বুনে। বেশ কিছু সোজাসুজি সুতোর ভেতর দিয়ে আড়াআড়ি সুতো প্রবেশ করে কাপড় তৈরি হয়। সোজাসুজি বা লম্বালম্বি যে সুতো টান টান করে টানা হয় সেগুলোকে বলে “টানা”। আর ডান-বাম করে যে সুতো টানার সুতোর ভেতর দিয়ে আসা যাওয়ার মাধম্যে কাপড় তৈরি হয় সেই সুতোগুলোকে “পোড়েন” বলে।
“সংসারের টানা-পোড়েন” প্রবচনটার সাথে আপনারা খুব পরিচিত নিশ্চই? নানান দিক থেকে ম্যানেজ করে সংসার চালিয়ে নেয়ার সাথে টানা ও পোড়েনের সমন্বয়ে কাপড় বয়নের মিল দেখে এই প্রবচনটি তৈরি হয়েছিল।
হস্তচালিত তাঁত:
কাপড় বয়নে ব্যবহৃত সকল তাঁতের মধ্যে হস্তচালিত তাঁতই প্রথম এবং প্রাচীনতম তাঁত। এই তাঁত হাতে চালিত হয়, কোনো ভাবে বিদ্যুৎ বা অন্য কোনো যান্ত্রিক শক্তির ব্যবহার করা হয় না। মাকুর (শাটল) সাহায্যে পোড়েনের সুতো টানার সুতোর ভেতর দিয়ে আসা যাওয়ার মাধ্যমে কাপড় বয়ন করে।
কোনো কোনো তাঁতে হাত দিয়ে মাকু চালনা করা হয়, কোনো তাঁতে কাঠের টুকরো দিয়ে মাকুতে তীব্র আঘাতের মাধ্যমে মাকু চালনা করা হয়। টানার সুতোর উঠানামার করানো, সুতো বদলে দেয়া সহ সকল কাজ একজন ব্যক্তির প্রচেষ্টায় হয়।
বেশ কয়েক ধরণের হস্তচালিত তাঁত আছে যা নিম্নরূপ:
১. উলম্ব বা আদিম তাঁত
২. ভূমিতে সমান্তরাল তাঁত
৩. কোমর তাঁত
৪. পিট তাঁত বা গর্ত তাঁত
ক. সনাতনী গর্ত তাঁত (Through Shuttle Pit Loom)
খ. ঠকঠকি তাঁত (Fly Shuttle Loom)
৫. ফ্রেম তাঁত
৬. চিত্তরঞ্জন তাঁত
৭. হ্যাটারসলি তাঁত, Hattersley loom
তাঁতকে অবশ্য আরেক ভাবে ভাগ করা যায়, সেটি হল মাকুর ভিত্তিতে। অর্থাৎ মাকুওয়ালা তাঁত, মাকু ছাড়া তাঁত। আমরা পরবর্তীতে এই বিষয়েও জানব।
দোহারের তাঁতীরা “ঠকঠকি তাঁত” বললে চিনবেন না। দোহার-নবাবগঞ্জে একে বলা হয় “পেটি তাঁত”। পেটি শব্দটি পিট থেকে এসেছে ধারণা করা যায়।
১. উলম্ব বা আদিম তাঁত (Vertical Loom or Primitive Loom)
নাম থেকে বোঝা যাচ্ছে এটা মেঝেতে শোয়ানো তাঁত নয়, বরং মেঝে থেকে উপরের দিকে উলম্ব হয়ে থাকে। আর ধারণা করা হয় এটাই প্রাচীনতম তাঁতের ধরণ, তাই একে আদিম বা প্রিমিটিভ তাঁতও বলে। এর গঠন খুব সরল, টানার সুতো একটি ফ্রেমের ভেতরে উলম্বভাবে টানা থাকে। পোড়েনের সুতো হাত দিয়ে আড়াআড়ি ভাবে প্রবেশ করিয়ে কাপড় বয়ন করা হয়। উলম্ব তাঁতে বয়ন প্রক্রিয়া ধীর। এই তাঁত থেকে ধীরে ধীরে উন্নত হয়ে আধুনিক তাঁতে বিবর্তিত হয়।
এখনও পৃথিবীতে উলম্ব তাঁতের ব্যবহার দেখা যায়, যদিও বাংলাদেশে নেই। আমেরিকান আদিবাসীদের মধ্যে, মেসোপটেমিয়া, প্রাচীন মিশর ও গ্রিসে উলম্ব তাঁতের নিদর্শন পাওয়া গিয়েছে। প্রাচীন মিশর ও গ্রিসে টানা সুতোগুলোকে টানটান করে রাখার জন্য ভারী ওজন বেধে দেয়া হত, এই ধরণের তাঁতগুলোকে টানা-ভার বা Warp-Weighted Loom বলা হয়।
Related Posts
![ভালো লুঙ্গি চেনার উপায়](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2024/06/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-min.jpg?fit=1024%2C682&ssl=1)
ভালো লুঙ্গি চেনার উপায়
ভালো লুঙ্গি চেনার উপায় জানার আগে বুঝতে হবে ভাল লুঙ্গি বলতে আপনি কী বুঝেন। কেও…
Read More![প্রিমিয়াম লুঙ্গি](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2024/03/DSC_9281w-min.jpg?fit=1024%2C683&ssl=1)
পাওয়ারলুমের লুঙ্গিম্যান প্রিমিয়াম লুঙ্গির স্টক
পাওয়ারলুমের প্রিমিয়াম লুঙ্গি (মেশিনে বোনা লুঙ্গি) আমরা কখনও পাওয়ারলুমের লুঙ্গি বিক্রি করব ভাবি নি। কিন্তু…
Read More![ভালো মানের লুঙ্গি](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2024/03/DSCF0402-min.jpg?fit=1024%2C682&ssl=1)
আমাদের লুঙ্গির বর্তমান স্টক
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময় পর্যন্ত…
Read More![ঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্প](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2023/01/weaving1-min.jpg?fit=1024%2C685&ssl=1)
ঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্পের অবহেলিত উত্তারাধিকারী
ঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্প বলতে মিরপুরের বেনারসী শাড়ী টিকে আছে শুধু, আর কাছাকাছি আছে শীতলক্ষার জামদানী।…
Read More![তাঁতের লুঙ্গি](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2021/12/DSC1405-min.jpg?fit=1024%2C675&ssl=1)
তাঁতের লুঙ্গি কাকে বলে?
দোকানে লুঙ্গি কিনতে গিয়েছেন, গিয়ে চাইলেন তাঁতের লুঙ্গি, বিক্রেতা দিলেনও "তাঁতের লুঙ্গি"। লুঙ্গির গায়ে লেবেলেও…
Read More![তাঁতের লুঙ্গি তৈরি](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2021/12/DSC_0193-min.jpg?fit=1024%2C685&ssl=1)
যেভাবে ধাপে ধাপে হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করা হয়
হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করার পুরো প্রক্রিয়াকে তিনটি প্রধান ভাগে বিন্যস্ত করতে পারি। যথা: ক.…
Read Moreঅনলাইনে কিনুন আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি
অনলাইনে কিনুন তাঁতের লুঙ্গি, নিশ্চতভাবে ঐতিহ্যবাহী আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি পাবার উপায় 'নূর-আবেদিন লুঙ্গি'।…
Read Moreএখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়?
প্রশ্ন এসেছে এখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়? যেহেতু আধুনিক প্রযুক্তি চলে এসেছে!…
Read Moreলুঙ্গি বয়নে সানার গুরুত্ব ও কাজ কী?
যে কোনো সুতি কাপড় তৈরি হয় টানা ও পোড়েন দুই দিকের সুতো একে অপারের ভেতর…
Read More![নূর-আবেদিন লুঙ্গি-র পরিচয়](https://i0.wp.com/www.nurabedin.com/wp-content/uploads/2020/11/homeofhandloom-mk-min.jpg?fit=1000%2C667&ssl=1)
নূর-আবেদিন লুঙ্গির পরিচয়: অদি-অকৃত্তিম হাতে বোনা
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময়…
Read More