ফুটবল জার্সি ডিজাইনের লুঙ্গি তৈরিতে আমরা প্রথম
ফুটবল জার্সি ডিজাইনের লুঙ্গি বানিয়েছিলাম আমরা ২০১৮ সালের বিশ্বকাপ উদ্দেশ্য করে। ব্যাপারটা শুনলে যে কেও পাগলামি মনে করবে, হাসাহাসিও করবে হয়তো। কিন্তু ততদিনে লুঙ্গির প্রথাভাঙা ডিজাইন করার সাহস হয়ে গিয়েছিল। কারণ ক্রেতারা ব্যতিক্রম ডিজাইন ভালভাবে গ্রহণ করেছিল। ব্যাপারটা মাথায় এসেছিল এভাবে, আমরা তো শার্ট বা পোলো বানাই না, বানাই লুঙ্গি, যদি আমরা আমাদের পোশাক দিয়ে সমর্থন প্রকাশ করতে চাই তবে কী করব, জার্সি ডিজাইনে লুঙ্গি পরব! তো করো লুঙ্গিতে জার্সির ডিজাইন।
তবে ফুটবল জার্সি ডিজাইনের লুঙ্গির ডিজাইন করতে বাধা ছিল কিছু। প্রধান বাঁধা হল হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি হয় দুই দিকের সুতোর মিলনের ফলে, টানার দিকের সুতো, ও পোড়েনের দিকে সুতো। সহজ ভাবে বললে ভার্টিক্যাল ও হরাইজন্টাল দুই দিক থেকে সুতো একে অপরকে ক্রস করে কাপড় তৈরি করে। তাই যে কোনো ডিজাইন লুঙ্গিতে করা যায় না, করা যায় শুধু চেক, প্লেইন ও স্ট্রাইপ ডিজাইন। এর মধ্যেই জার্সির ডিজাইন ফুটিয়ে তুলতে হবে।
বিশ্বকাপের ঠিক শুরুতেই আমরা বাজারে ছাড়তে সক্ষম হয়েছিলাম। মাত্র দুটো দেশের ফুটবল জার্সি ডিজাইনের লুঙ্গি বানিয়েছিলাম। ধারণা করতে পারেন কোন দুই দেশের? সহজ, যে দলের জার্সি সবচে’ বেশি চাহিদা থাকবে 🙂
১. আর্জেন্টিনা
২. ব্রাজিল
বিশ্বকাপের বেশ পরে আমরা আরও তিনটি জার্সির ডিজাইনে লুঙ্গি বানিয়েছিলাম। তার মধ্যে দুটো ছিল ক্লাবের জার্সি। দলের জার্সি হল জার্মানি, এটি বেশ জনপ্রিয় হয়েছিল, আর রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সি।
আমাদের ব্যবসা তখন নতুন, ক্রেতা সংখ্যা কম, বিপননে ব্যয় করার ক্ষমতা কম, তাছাড়া তাঁতের লুঙ্গির উৎপাদনও কম। সব কারণ মিলিয়ে অল্প কিছু বানিয়েছিলাম। প্রতি পিসই বিক্রি হয়েছিল।
আর্জেন্টিনা: আর্জেন্টিনার জার্সি ডিজাইন সহজ ছিল। কোনো চ্যালেঞ্জই ছিল না বলা চলে। টানায় সাদার উপর পোড়েনে নীল স্ট্রাইপ দিতেই হয়ে গেল আর্জেন্টিনা ডিজাইন।
“আর্জেন্টিনার লুঙ্গি” এতো পছন্দ করেছিলেন ব্যবহারকারীরা যে এটিকে এর পর বেশ কয়েকবার বানাতে হয়েছিল। এমনকি সেই বিশ্বকাপের অনেক পরে আবারও বানাই, পাড়ের দিকে তিনটি কালো স্ট্রাইপ সহ। দুর্ভাগ্যক্রমে ৫পিসের ৩পিসেই খুত থাকায় আর সেগুলো শেলাই করি নি, ওভাবে পড়ে আছে। আমাদের নিয়মিত ক্রেতা ইমদাদুল হক মিলন খোকন সাহেব একদিন ফোন করে বললেন, “যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার ডিজাইনটা ভাল লেগেছে, আমার জন্য একটা পাঠান।” ব্রাজিলের সাপোর্টারের গায়ে উঠল আর্জেন্টিনা ডিজাইনের লুঙ্গি!
১৪০ সানায় বানানো ফ্যান্টিনো সিরিজে লুঙ্গিটির কোড ছিল Fantino A11, সাইজ উচ্চতায় ৫১”, পাশে সাড়ে ৫ হাত।
ব্রাজিল: ব্রাজিলের জার্সি ডিজাইনে লুঙ্গির ডিজাইন করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। তিনটি রং, হলুদ, সবুজ ও নীল, এর মধ্যে হলুদই প্রধান হলুদ খুব বেশি অংশে রাখা যাবে না যেহেতু এটি শার্ট নয়। আমাদের চেক ডিজাইনের মধ্যে এই তিনটি রং টিকিয়ে রাখতে হবে, যেহেতু এক রঙের সুতো আরেক রঙের উপর দিয়ে গেলেই তার রং পাল্টে যায়। তাই এই তিনটি রং ধরে রাখা কঠিন ছিল। তার উপর বড় সংকট হলুদ সুতোর অভাব। এলাকায় তখন হলুদ রঙের সুতো নেই। এই লুঙ্গিগুলো তৈরি করেছিলেন আমজাদ ভাই। তিনি সুতোর বেপারিদের বাড়ি বাড়ি ঘুরে হলুদ সুতো খুঁজেছেন। শেষে অর্ডার দিয়ে হলুদ রং করাতে হয়েছিল।
তারপর অনেক ভেবে, স্কেচ করে একটা ডিজাইন দাড় করাই যেখানে সবগুলো রং মোটামুটি থাকবে, হলুদ রংটা পুরো ঠিক থাকবে। এই লুঙ্গিটিও জনপ্রিয় হয়েছিল, এলাকায়ও বিক্রি হয়েছিল। এটিও ১৪০ সানায় ফ্যান্টিনো সিরিজে (A8) বাজারে ছাড়া হয়েছিল। এই হল সেই লুঙ্গি-
জার্মানি: ২০২০ সালে জার্মানি প্রথাগত সাদার উপর চিকন কালো স্ট্রাইপ, ও হাতায় পাতাকার তিনটি রং দিয়ে নতুন একটি ডিজাইনে জার্সি বের করে। ডিজাইনটা দেখেই মনে ধরেছিল, এটা দিয়ে লুঙ্গি হবে! এটিও আমাদের অন্যতম জনপ্রিয় লুঙ্গি। প্রথমে ১৪০ সানার সিঙ্গেল তাঁতে পরে ১৬০ সানায় তৈরি করেছিলাম। ১৪০ সানায় (Viril T100) ৫২” উচ্চতা, পাশে সোয়া ৫ হাত এবং ১৪০ সানায় (Wasi M29) উচ্চতা ৫১”, পাশে সাড়ে ৫ হাত বানিয়েছিলাম। আবারও বানানোর ইচ্ছে আছে।
রিয়েল মাদ্রিদ: রিয়েল মাদ্রিদের জার্সিসে সোনালি টাইপ রঙের স্ট্রাইপ আছে। আমরা সেটি খাকি সুতো ব্যবহার করে ফুটিয়ে তুলি। খাকি সুতোও খুব সহজপ্রাপ্য ছিল না। এই লুঙ্গিটিও বেশ জনপ্রিয় হয়েছিল। এখনও ক্রেতারা চান, তাই আগামিতে আবারও বানানোর ইচ্ছে আছে।
বার্সেলোনা: রিয়েল মাদ্রিদের ডিজাইনে লুঙ্গি থাকলে বার্সেলোনা না থাকলে কি হয়। তবে বার্সেলোনার জার্সি ডিজাইনে লুঙ্গির ডিজাইন করা সহজ ছিল না। জার্সিতে পার্পল ও নীল রঙের স্ট্রাইপ থাকে। নীলের উপর নীল রং ঠিক থাকবে, কিন্তু নীলের উপর যখন পার্পল সুতো যাবে রংটা হুবহু পার্পল থাকবে না। তবু বানালাম, স্ট্রাইপগুলোর মাঝে চিকন করে সোনালির কাছাকাছি বাদামি স্ট্রাইপ দিলাম, সেই সময়ের জার্সিতে ছিল। লুঙ্গিটা বেশ সুন্দর লেগেছিল, কিন্তু অন্য জার্সি ডিজাইনগুলোর তুলনায় কম বিক্রি হয়েছিল তাই বেশিবার রিপিট করা হয় নি।
যদি তাঁত শিল্প টিকে থাকে তবে উৎসাহ পেলে আগামিতে জার্সি ডিজাইনে আরও লুঙ্গি বানানোর ইচ্ছে আছে 🙂
Related Posts
Lungi Dance: A Cultural Phenomenon
"Lungi Dance" is a popular Indian song and dance number from the Bollywood movie "Chennai…
Read More