ভালো লুঙ্গি চেনার উপায়
ভালো লুঙ্গি চেনার উপায় জানার আগে বুঝতে হবে ভাল লুঙ্গি বলতে আপনি কী বুঝেন। কেও চিকন বা পাতলা মিহি কাপড় পরে আরাম পায়, তার কাছে সেটাই ভাল কাপড় বা লুঙ্গি। কেও মোটা কাপড় পরে আরাম পায় তার কাছে সেটাই ভাল কাপড়। ভাল লাগার ব্যাপারটা আপেক্ষিক তাই ব্যক্তি ভেদে ভাল লুঙ্গির সংজ্ঞাও ভিন্ন।
ব্যক্তির ভাল লাগা ও রুচির ভিন্নতা থাকলেও ভাল লুঙ্গি বা কাপড়ের আসলেই একটা স্ট্যান্ডার্ড আছে। যে স্ট্যান্ডার্ডে পড়লে কোনো লুঙ্গিকে ভাল লুঙ্গি বলা যায়। ভাল লুঙ্গির কিছু বৈশিষ্ট্য আছে-
১. ভাল মানের সুতোয় বোনা
এটা বেসিক বৈশিষ্ট্য যে ভাল মানের সুতোয় ভাল কাপড় তৈরি হবে। বাংলাদেশ বর্তমানে পৃথিবীর বৃহত্তম তুলা আমদানীকারক দেশ। দেশের চাহিদার বেশিরভাগ সুতো দেশেই তৈরি হয়। নিম্নমানের সুতোয় নানান ধরণের আশ মিশ্রিত থাকে। সাধারণ চোখে আসলে কাপড় দেখে সুতো কেমন মানের বোঝার উপায় নেই।
২. চিকন বা বেশি কাউন্টের সুতোয় বোনা
সুতো যত চিকন কাপড় তত উন্নত, সারা বিশ্বে এটাই মানদণ্ড। সুতো যত চিকন হয় তার কাউন্ট নাম্বার তত বেশি হয়। সুতোর কাউন্ট মাপার কয়েকটি পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতি হল সুতোর দৈর্ঘকে ওজন দিয়ে ভাগ করা। যেমন ১০০ মিটার সুতোকে ওজন করা হল, মোটা সুতোর চেয়ে চিকন সুতোর কাউন্ট বেশি হবে। লুঙ্গি তৈর করা হয় ৪০ কাউন্ট থেকে ১০০ কাউন্টের সুতো দিয়ে। মসলিন বোনা হত ৩০০ থেকে ৬০০ কাউন্টের সুতো দিয়ে, চিন্তা করা যায়, চোখে দেখা যায় না এতো চিকন!
সুতো যত চিকন হবে, কাপড় তত আরামদায়ক হবে। আমাদের দেশের আবহাওয়ায় গরমকালে মোটা কাপড় কষ্টদায়ক হয়।
৩. ঘন বুনন
সুতোর বুনন ঘন না হলে কাপড় ফাকা ফাকা হয়, কাপড় হয় নিম্ন মানের। টেকসই কম হয়।
৪. পাকা রং
স্বাভাবিক যে ব্যবহারকারী চাইবেন রঙের স্থায়ীত্ব। রং পাকা হলে প্রথম কয়েক ধোয়ায় কষ, আলগা ডাই ইত্যাদী বের হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন রং ঠিক থাকবে।
৫. হস্তচালিত তাঁতে বোনা
প্রাচীন কাল থেকে হাতে বোনা কাপড় বাড়তি যত্ন নিয়ে বোনা হয়। পাওয়ারলুমে বা কারখানায় সুতো বাজার থেকে কিনে বা ডাই করে কাপড় বয়নের জন্য তাঁতে তোলা হয়। অপর দিকে হ্যান্ডলুমের জন্য সুতোকে কয়েকদিন ধরে প্রক্রিয়াজাত করা হয়, সুতোর মান উন্নয়ন করা হয়। সুতো থেকে আলগা আশ বের করে সুতোকে আরও সুক্ষ্ন ও মসৃণ করা হয়। এর ফলে সুতো হয় বেশি টেকসই।
এখন চ্যালেঞ্জ হল একজন ক্রেতা দোকানে গিয়ে কাপড় দেখে ভালো লুঙ্গি চিনবেন কীভাবে! কয়েকটা বৈশিষ্ট বোঝা গেলেও হ্যান্ডলুমে না পাওয়ারলুমে বোনা হয়েছে বুঝবে কীভাবে। বাজারে সকল লুঙ্গির গায়ে লেখা থাকে “হস্তচালিত তাঁতে বোনা”। অথচ দেশের ২% লুঙ্গিও হাতে বোনা নয়।
ভালো লুঙ্গি চেনার উপায়
বাজারের প্রায় সব লুঙ্গি মার্সাইজ/প্রসেস বা মাড় দেয়া থাকে। ভাল লুঙ্গি চেনার এটা প্রধান বাধা। মার্সাইজ/প্রসেসের সুবিধা কী সেটা ভিন্ন প্রসঙ্গ, তবে মাড়-মার্সাইজের ফলে লুঙ্গির দোষ-গুণ, বৈশিষ্ট্য আড়াল হয়ে পড়ে। কাপড় ধরেও প্রায় সময়ই কাপড়ের মান বোঝা যায় না। তারপরও ভালো লুঙ্গি চেনার উপায় আছে:
১. সুতোর মান: সুতোর মান কাপড় ধরে সবসময় বোঝা যায় না। নিম্নমানের সুতোর লুঙ্গি কিছুটা খসখসে হয়। তবে মার্সাইজ করলে নিম্নমানের সুতোর কাপড়ও মসৃণ লাগে। তারপরও চেষ্টা করবেন কাপড় কতটা মসৃণ তা বুঝতে।
২. প্রথমত কাপড় ধরে বুঝতে হবে চিকন কিনা: মার্সাইজ করলে মোটা কাপড় চিকন হয়ে যায়, কারণ প্রচণ্ড চাপ দিয়ে কম্প্রেস করা হয়। কিন্তু ব্যবহারে কাপড় আবার মোটা হয়ে যায়। মাড় দিলে কাপড় চিকন হয় না, বরং বাস্তবের চেয়ে মোটা মনে হয়। মাড় চলে গেলে কিছুটা চিকন হয়। মার্সাইজ করলে কাপড় দুই দিকে মসৃণ ও কিছুটা নরম থাকে। আর মাড় দেয়া কাপড় শক্ত হয়ে থাকে। তাই ধরলেই বুঝবেন কাপড় মাড় দেয়া নাকি মার্সাইজ করা। মাড় দেয়া হলে কাপড় পরে এর চে মোটা হবে না। মার্সাইজ করা থাকলে কাপড় পরে আরও মোটা হবে। এ থেকে আপনি ধারণা করে নিতে পারবেন কাপড় কতটা মোটা। ভাল লুঙ্গি অবশ্যই চিকন বা পাতলা হবে।
৩. কাপড়ের বাইন বা সুতোর ঘনত্ব: র’ অবস্থায় অর্থাৎ তাঁত থেকে বা পাওয়ারলুম থেকে বের করার পর কাপড়ের বুনন ভাল হলেও ফাকাফাকা থাকতে পারে। ওয়াশ করলে সুতো রিএরেঞ্জ হয়ে ঘন হয়ে আসে। কিন্তু যে কাপড়ের বুনন মিহি বা ঘন না সেটা ওয়াশ করলেও তেমন মিহি বা ঘন হয় না। মার্সাইজের কেমিকেল বা মাড় ফাকা যায়গা পূরণ করে দেয়, তাই অনেক সময় ফাকা থাকলেও সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না, তাই কাপড় কাছ থেকে পরখ করবেন। খেয়াল করবেন সুতোগুলোর মাঝে ফাক কেমন। ফাক না থাকলে বা কম থাকলে সেটা ভাল কাপড়।
৪. কোন ধরণের তাঁতে তৈরি: বর্তমানে পৃথিবীর বেশিরভাগ কাপড় মেশিনে বোনা। মেশিনে বোনা কাপড় খারাপ হয় না। কিন্তু লুঙ্গির ক্ষেত্রে মেশিনে বোনা বা পাওয়ারলুমের চেয়ে হাতে বোনা (হ্যান্ডলুম) কাপড় ভাল হয়। কারণ হ্যান্ডলুম লুঙ্গি দামী ও চিকন সুতো দিয়ে তৈরি হয়, বয়নের আগে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে সুতোর মান উন্নয়ন করা হয়। বিক্রেতা বলে না দিলে সাধারণ ক্রেতার পক্ষে বোঝা সম্ভব হয় না লুঙ্গিটি আসলে পাওয়ারলুমের নাকি হ্যান্ডলুমের। তারপরও কিছু উপায় আছে বোঝার, এই লিংকে হ্যান্ডলুম ও পাওয়ারলুম চেনার উপায় জানতে পারবেন। পাওয়ারলুমের লুঙ্গিও যদি চিকন সুতোয় ঘন বাইনের হয় তবে সেটি ভাল কাপড় হবে।
Related Posts
পাওয়ারলুমের লুঙ্গিম্যান প্রিমিয়াম লুঙ্গির স্টক
পাওয়ারলুমের প্রিমিয়াম লুঙ্গি (মেশিনে বোনা লুঙ্গি) আমরা কখনও পাওয়ারলুমের লুঙ্গি বিক্রি করব ভাবি নি। কিন্তু…
Read Moreআমাদের লুঙ্গির বর্তমান স্টক
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময় পর্যন্ত…
Read Moreঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্পের অবহেলিত উত্তারাধিকারী
ঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্প বলতে মিরপুরের বেনারসী শাড়ী টিকে আছে শুধু, আর কাছাকাছি আছে শীতলক্ষার জামদানী।…
Read Moreতাঁতের প্রকারভেদ: বাংলাদেশে যত ধরণের তাঁত আছে
বয়ন শিল্প ও তাঁতযন্ত্রের ইতিহাস অতি প্রাচীন। শিল্পের প্রথম যুগ থেকে তাঁত যন্ত্র যুগে যুগে…
Read Moreতাঁতের লুঙ্গি কাকে বলে?
দোকানে লুঙ্গি কিনতে গিয়েছেন, গিয়ে চাইলেন তাঁতের লুঙ্গি, বিক্রেতা দিলেনও "তাঁতের লুঙ্গি"। লুঙ্গির গায়ে লেবেলেও…
Read Moreযেভাবে ধাপে ধাপে হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করা হয়
হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করার পুরো প্রক্রিয়াকে তিনটি প্রধান ভাগে বিন্যস্ত করতে পারি। যথা: ক.…
Read Moreঅনলাইনে কিনুন আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি
অনলাইনে কিনুন তাঁতের লুঙ্গি, নিশ্চতভাবে ঐতিহ্যবাহী আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি পাবার উপায় 'নূর-আবেদিন লুঙ্গি'।…
Read Moreএখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়?
প্রশ্ন এসেছে এখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়? যেহেতু আধুনিক প্রযুক্তি চলে এসেছে!…
Read Moreলুঙ্গি বয়নে সানার গুরুত্ব ও কাজ কী?
যে কোনো সুতি কাপড় তৈরি হয় টানা ও পোড়েন দুই দিকের সুতো একে অপারের ভেতর…
Read Moreনূর-আবেদিন লুঙ্গির পরিচয়: অদি-অকৃত্তিম হাতে বোনা
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময়…
Read More