লুঙ্গি বয়নে সানার গুরুত্ব ও কাজ কী?
যে কোনো সুতি কাপড় তৈরি হয় টানা ও পোড়েন দুই দিকের সুতো একে অপারের ভেতর দিয়ে গিয়ে। টানার সুতো নিয়ন্ত্রণ করে সানা, আর সুতো সমেত মাকু টানার সুতোর ভেতর দিয়ে গিয়ে কাপড় তৈরি করে। লুঙ্গি বয়নে সানা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা ব্যাক্ষা করতে গেলে বলতে হবে এই সানার উপরই নির্ভর করে লুঙ্গির প্রস্থ বা উচ্চতার সাইজ ও কোয়ালিটি।
বেশি পরিমাণে সুতো: ৮০ নাম্বার সানায় যে পরিমাণ সুতো ঢুকানো যায় ১৬০ নাম্বার সানায় সুতো যায় তার দ্বিগুণ, সানার নাম্বার যত বেশি তার কাঠি সংখ্যা তত বেশি, কাঠিগুলোর মাঝে ফাক তত কম, তাই বেশি নাম্বারের সানায় সুতো লাগে বেশি ও চিকন। বেশি নাম্বার সানায় বেশি মোটা সুতো ঢুকবে না, আবার কম নাম্বারের সানায় চিকন সুতো ঢুকালে কাপড়ের সুতোগুলো ফাকা ফাকা লাগবে, ধোয়ার পর কাপড় অনেক বেশি সংকুচিত হয়ে যাবে।
ধরা যাক একই কালারের একই ডিজাইনের তিনটা লুঙ্গি ৮০ সানায়, ১২০ সানায় ও ১৬০ সানায় তৈরি করা হল। ১৬০ সানার লুঙ্গির রং অন্য দুটোর চে বেশি গাঢ় ও উজ্জল লাগবে করণ সুতো বেশি ও ঘন। ১৬০ সানায় সুতো দিতে হবে অন্তত ৮৪ কাউন্টের, কিন্তু ৮০ সানায় ৮৪ কাউন্ট সুতো দিলে কাপড় হয়ে যাবে মশারির মত, যেহেতু সুতোর মাঝে ফাকা বেশি ও সুতো চিকন, তাই সুতো দিতে হবে ৪০ থেকে ৬০ কাউন্টের, কাপড় হবে মোটা। কাউন্ট যত বেশি সুতো তত চিকন, মসলিন তৈরি করা হত ৬০০ কাউন্ট থেকে হাজার কাউন্টের সুতোয়!! ১২০ এর সানায় ৮৪ কাউন্ট দিয়ে তৈরি করা যাবে তবে কাপড় খেপে (চেপে) যাবে, তাই একদিকে ৮৪ আর এক দিকে ৬০ কাউন্ট সুতো দিয়ে তৈরি করা উত্তম, এতেও কাপড় কিছুটা মোটা হবে। ১৩০ এর সানায় দুই দিকে ৮৪ কাউন্ট দেয়া যায়, কাপড়ের প্রস্থ ১-২ ইঞ্চি কম হয় ১৪০ এর সানার তুলনায়।
নিচে ঘনত্ব ও দৈর্ঘ্যের ভিত্তিতে লুঙ্গির সাইজ উপস্থাপন করা হল:
সানার ঘনত্ব | সানার দৈর্ঘ্য | লুঙ্গির প্রস্থ |
১৩০ সানা | ৫৪” | ৫০” |
১৪০ সানা | ৫৪” | ৫১” |
১৪০ সানা | ৫৮” | ৫৫” |
১৬০ সানা | ৫৪” | ৫১” |
১৬০ সানা | ৫৮” | ৫৫”/৫৬” |
৮৪ কাউন্টের সুতোর চে ৬০ কাউন্টের সুতোর দাম কম, ৪০ কাউন্টের সুতোর দাম আরও কম। সানার নাম্বার যত কম সুতোর পরিমাণ তত কম লাগে। যেমন ১৬০ সানার চে ১২০ সানায় সুতো কম লাগে, ৮০ সানায় আরও কম লাগে। কাউন্ট কমলে একদিকে সুতোর দাম কমে আসে, সানা কমলে সুতোর পরিমান কমে আসায় খরচ আরও কমে, এই ভাবে লুঙ্গির দামে পার্থক্য সৃষ্টি হয়, এছাড়ার আরও বেশ কয়েকটা ফ্যাক্টর আছে যা দামের পার্থক্য সৃষ্টি করে।
Related Posts
ভালো লুঙ্গি চেনার উপায়
ভালো লুঙ্গি চেনার উপায় জানার আগে বুঝতে হবে ভাল লুঙ্গি বলতে আপনি কী বুঝেন। কেও…
Read Moreপাওয়ারলুমের লুঙ্গিম্যান প্রিমিয়াম লুঙ্গির স্টক
পাওয়ারলুমের প্রিমিয়াম লুঙ্গি (মেশিনে বোনা লুঙ্গি) আমরা কখনও পাওয়ারলুমের লুঙ্গি বিক্রি করব ভাবি নি। কিন্তু…
Read Moreআমাদের লুঙ্গির বর্তমান স্টক
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময় পর্যন্ত…
Read Moreঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্পের অবহেলিত উত্তারাধিকারী
ঢাকার ঐতিহ্যবাহী বয়নশিল্প বলতে মিরপুরের বেনারসী শাড়ী টিকে আছে শুধু, আর কাছাকাছি আছে শীতলক্ষার জামদানী।…
Read Moreতাঁতের প্রকারভেদ: বাংলাদেশে যত ধরণের তাঁত আছে
বয়ন শিল্প ও তাঁতযন্ত্রের ইতিহাস অতি প্রাচীন। শিল্পের প্রথম যুগ থেকে তাঁত যন্ত্র যুগে যুগে…
Read Moreতাঁতের লুঙ্গি কাকে বলে?
দোকানে লুঙ্গি কিনতে গিয়েছেন, গিয়ে চাইলেন তাঁতের লুঙ্গি, বিক্রেতা দিলেনও "তাঁতের লুঙ্গি"। লুঙ্গির গায়ে লেবেলেও…
Read Moreযেভাবে ধাপে ধাপে হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করা হয়
হস্তচালিত তাঁতের লুঙ্গি তৈরি করার পুরো প্রক্রিয়াকে তিনটি প্রধান ভাগে বিন্যস্ত করতে পারি। যথা: ক.…
Read Moreঅনলাইনে কিনুন আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি
অনলাইনে কিনুন তাঁতের লুঙ্গি, নিশ্চতভাবে ঐতিহ্যবাহী আদি হাতে বোনা তাঁতের লুঙ্গি পাবার উপায় 'নূর-আবেদিন লুঙ্গি'।…
Read Moreএখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়?
প্রশ্ন এসেছে এখনও কেন হস্তচালিত তাঁতে লুঙ্গি তৈরি করা হয়? যেহেতু আধুনিক প্রযুক্তি চলে এসেছে!…
Read Moreনূর-আবেদিন লুঙ্গির পরিচয়: অদি-অকৃত্তিম হাতে বোনা
লুঙ্গি বাঙালির পোশাকের কতটা জুড়ে আছে বা তার পরিচয় বলার প্রয়োজন থাকে না। একটা সময়…
Read More